• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

চরফ্যাশনে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু


ভোলা প্রতিনিধি  এপ্রিল ২৪, ২০২৪, ০৯:০৫ পিএম
চরফ্যাশনে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

ভোলা: তীব্র গরমে ভোলার চরফ্যাশনে হিট স্ট্রোকে মো. মিরাজ (২৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বুধবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার দুলারহাট থানার আবুবক্করপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

নিহত মিরাজ ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।  

প্রতিবেশীরা জানান, দুপুরে প্রচণ্ড রোদে নিজ বাড়িতে কাজ করছিলেন মিরাজ। প্রায় ২ ঘণ্টা তীব্র রোদে থাকার পর হঠাৎ তার বুকে ব্যথার অনুভব হয়। বিকেলে ব্যথা আরও তীব্র শুরু হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

চরফ্যাসন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহাবুব কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে মিজানের মৃত্যু হয়েছে। তবে তার হার্টের সমস্যায় ছিল বলে জেনেছি। হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।  

এদিকে বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

আইএ

Wordbridge School
Link copied!