গাজীপুর: গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের মিলগেট এলাকায় ভয়াবহ এক অগ্নি দুর্ঘটনা ঘটেছে। এ সময়ে আগুনে পড়ে ছাই হয়ে গেছে মালামাল মজুতকৃত করে রাখা অতন্ত্য ৫ টি ঝুটের গুদাম।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৭ টার দিকে স্থানীয় বিএনপি গলিতে আগুন লাগার এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,সকালে হঠাৎ করেই কেউ কিছু বুঝে উঠার আগেই। মিলগেট এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। পরে আগুনের তীব্রা পার্বতী আরও অন্যসব গুদামে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা নিজেরা আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, সকাল ৭টার তুলার গুদামে আগুন লাগার খবর ফায়ার সার্ভিস অফিসে আসে। পরে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে ২ ঘণ্টা চেষ্টা করে সকাল পৌনে ৯টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে পুড়ে যাওয়া মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।
এমএস/এসআই
আপনার মতামত লিখুন :