Menu
নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার পূর্ব পাশের বঙ্গোপসাগরে এমভি মৌ-মনি নামে একটি কার্গো জাহাজ ডুবে এক নাবিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ১১ নাবিককে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ইসলাম চরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
সন্ধ্যা ৬টার দিকে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী জামান জানান, কোস্টগার্ড ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই একটি ফিশিং বোট ১১ নাবিককে জীবিত উদ্ধার করে চট্টগ্রামের একটি জাহাজে তুলে দিয়েছে। এখনো একজন নাবিক নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছি।
এর আগে জাহাজটি ডুবে গেলে জাহাজে থাকা ১২ জনের সবাই ডুবে যাওয়া জাহাজের ওপরের অংশ ধরে ভাসছিলেন।সেই সময় তারা জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে সহযোগিতা চান। পরে ৯৯৯-থেকে হাতিয়া নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে সহযোগিতা করতে বলা হয়।
জাহাজের মালিকপক্ষের প্রতিনিধি মোহাম্মদ ওহায়েদুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়েছে। ডুবে যাওয়ার প্রকৃত কারণ জানা যায়নি। জাহাজে থাকা লোকজনের সঙ্গে প্রথমে কথা বলা গেলেও মোবাইল নেটওয়ার্ক না থাকায় এখন যোগাযোগ করা যাচ্ছে না।
তিনি আরও জানান, ১২ জন নাবিক নিয়ে জাহাজটি চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকা যাচ্ছিল।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT