• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গাইবান্ধায় চোরাবালিতে ডুবে যাওয়া কিশোর জীবিত উদ্ধার


গাইবান্ধা প্রতিনিধি এপ্রিল ২৭, ২০২৪, ০৮:৫৫ পিএম
গাইবান্ধায় চোরাবালিতে ডুবে যাওয়া কিশোর জীবিত উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাবালিতে ডুবে যাওয়া অপূর্ব বিশ্বাস(১৬) নামের এক কিশোরকে এক ঘণ্টার চেষ্টায় জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে গোবিন্দগঞ্জ পৌর সভার বোয়ালিয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। 

অপূর্ব বিশ্বাস পৌর এলাকার বোয়ালিয়া গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে।

এর আগে, দুপুর ২টার দিকে খেলতে গিয়ে হঠাৎ করে চোরাবালিতে ডুবে যায় কিশোর অপূর্ব বিশ্বাস।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুল ইসলাম বলেন, কিশোর গর্তে থাকা কাদাপানির চোরাবালিতে ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে অপূর্ব বিশ্বাসকে জীবিত উদ্ধার করা হয়। 

এমএস

Wordbridge School
Link copied!