ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূ পবিজা খাতুনকে কুপিয়ে হত্যা করার অভিযোগে স্বামী আশরাফ আলী (৪৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে ঘাতক স্বামী আশরাফ আলীকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে ভূল্লী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আশরাফ আলী ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের ক্ষেনপাড়া গ্রামের মৃত. মফিজ উদ্দীন এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত যৌতুকের টাকা ও জমি বন্ধক নেওয়ার জন্য এনজিও হতে টাকা নেওয়ার বিষয় নিয়ে স্বামী আশরাফ আলীর সাথে গৃহবধু পবিজা খাতুনের ঝগড়া চলতেছিলো। গত ৮ই এপ্রিল তারিখে সকলের অগোচরে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা গৃহবধু পবিজা খাতুনকে বসিলা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠালে সেখান থেকে রংপুরে রেফার্ড করে। শনিবার চিকিৎসাধীন অবস্থায় পবিজা খাতুন রংপুরে মারা যান।
পরে পবিজা খাতুন এর ভাই এন্তাজুল হক বাদি হয়ে মামলা করলে ভূল্লী থানার এএসআই মাসুদ রানার নেতৃত্বে অভিযান চালিয়ে কয়েক ঘন্টার মধ্যে ঘাতক আশরাফ আলীকে গ্রেপ্তার করা হয়।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দিন জানান, গৃহবধুর মৃত্যুর ঘটনায় আমরা প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এসআই