• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পূর্বধলায় তিন পদে ২১ প্রার্থী, কে কোন প্রতীক?


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি মে ২, ২০২৪, ০১:৪৯ পিএম
পূর্বধলায় তিন পদে ২১ প্রার্থী, কে কোন প্রতীক?

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকালে জেলা নির্বাচন সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ১১ এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৬ জন সহ মোট ২১জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন।

এতে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন (ঘোড়া), জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল (মোটরসাইকেল), শিল্পপতি আসাদুজ্জামান নয়ন (দোয়াত কলম) ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম টিপু (আনারস)।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, (গ্যাস সিলিন্ডার) সাবেক ছাত্রলীগ নেতা মো: হারুন অর রশীদ (টিউবওয়েল) জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফরহাদ হাসান শরাফ (পালকি), উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক সুকান্ত রঞ্জন সরকার (চশমা), ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আকাইদুল ইসলাম (উড়োজাহাজ), হাফেজ আব্দুল্লাহ আল আলী (বই), উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো: শহিদুল ইসলাম শহিদ (তালা), ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আর্শাদ মিয়া (মাইক), উপজেলা যুবলীগ নেতা মো: রফিকুল ইসলাম (আইসক্রীম), জেলা পরিষদের সাবেক সদস্য মো: শহিদুল ইসলাম শহিদ (টিয়া পাখি) ও শফিউল ইসলাম (বৈদ্যুতিক বাল্ব)।

মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) বতর্মান মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন সুলতানা সুমি আকন্দ (সেলাই মেশিন), জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান মনি রানী কর্মকার (হাঁস), নমিতা রানী পাল (প্রজাপতি), মুক্তিযোদ্ধার সন্তান মোছা: সাফিয়া খাতুন (কলস), শারমীন আক্তার (পদ্ম ফুল) ও রোজিনা আক্তার (ফুটবল) মার্কা পেয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

২য় দফার এই নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হবে আগামী ১৯ই মে। ২১ই মে সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসআই

Wordbridge School
Link copied!