• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তীব্র গরমে ঠান্ডা শরবত বিতরণ করেন কুমিল্লা পরিবেশক ব্যবসায়ী কল্যাণ সমিতি


কুমিল্লা প্রতিনিধি  মে ২, ২০২৪, ০৮:০২ পিএম
তীব্র গরমে ঠান্ডা শরবত বিতরণ করেন কুমিল্লা পরিবেশক ব্যবসায়ী কল্যাণ সমিতি

কুমিল্লা: তাপপ্রবাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে শ্রমজীবী মানুষের মাঝে জুস ও শরবত বিতরণ করেছে কুমিল্লা পরিবেশক ব্যবসায়ী কল্যাণ সমিতি ও পৃষ্ঠপোষকত রূপালী ট্রেডার্স এ আয়োজন করেন। 

সকালে নগরীরর প্রাণকেন্দ্র টাউনহল ফটকের সামনে  শ্রমজীবী ও সাধারণ মানুষের হাতে একগ্লাস জুস  তুলে দেন পরিবেশক ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নিজাম উদ্দিন আহমেদ,কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীরীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকনসহ জেলা পরিবেশক ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যরা।

পরিবেশক ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নিজাম উদ্দিন আহমেদ জানান, বিনামূল্যে জুস ও শরবত বিতরণ করা হচ্ছে। এ কাজে অনেকেই সহযোগিতায় এগিয়ে আসছেন। যতদিন দাবদাহ থাকবে ততদিন আমাদের এ কার্যক্রম চলবে।

এমএস

Wordbridge School
Link copied!