• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

গাজীপুরে ট্রাকের ধাক্কায় পিকআপের ২ যাত্রী নিহত 


গাজীপুর প্রতিনিধি  মে ৪, ২০২৪, ১১:৩২ এএম
গাজীপুরে ট্রাকের ধাক্কায় পিকআপের ২ যাত্রী নিহত 

ছবি : প্রতিনিধি

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে একটি ড্রাম্প ট্রাক যাত্রীবাহী পিকআপকে পিছন দিক থেকে ধাক্কা দিলে পিকআপটি উল্টে ২ জন নিহত হয়েছেন। এছাড়া একই সময়ে এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। নিহত ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জ জেলার আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া (২৫) ও তার জামাতা আবু সুফিয়ান (২৫)।

শনিবার (৪ মে) সকালে গণমাধ্যমে এ নিশ্চিত করেছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ। তিনি আরও জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ওই পিকআপে করে মিক্সার মেশিন ও ১৩ জন নির্মাণ শ্রমিক মাওনার দিকে যাচ্ছিলেন। পথে ভাংনাহাটি এলাকায় পৌছালে পিছন দিক থেকে দ্রুত গতিতে ধেয়ে আসা একটি ট্রাক ওই পিকআপটি ধাক্কা দেয়। পরে পিকআপ উল্টে শ্রমিকরা মিক্সার মেশিনের নিচে চাপা পড়ে। এ সময় ঘটনাস্থলেই রাসেল মিয়া নামে ১ জন  শ্রমিক নিহত হয়। পরে আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু সুফিয়ানকে নামে আরেক জনকে মৃত ঘোষণা করেন।

এসআই

Wordbridge School
Link copied!