• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গাজীপুরে গভীর রাতে তুলার গুদামে ভয়াবহ আগুন 


গাজীপুর প্রতিনিধি  মে ৫, ২০২৪, ১১:২৫ এএম
গাজীপুরে গভীর রাতে তুলার গুদামে ভয়াবহ আগুন 

ছবি : সংগৃহীত

গাজীপুর: গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় শনিবার ( ৪ মে) রাত ২ টার দিকে এক তুলার গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ওই অগ্নিকান্ডে গুদামে মজুত কৃত করে রাখা সকল মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। 

রোববার (৫ মে) সকালে গণমাধ্যমে এ ব্যাপারে জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.আব্দুল সামাদ জানান,শনিবার গভীর রাতে ধীরাশ্রম এলাকায় একটি তুলার গুদামে আগুন লাগে।পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তিনি আরও বলেন, আগুনে তুলা ও টিনশেডের গুদাম পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এই ফায়ার কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে বলা যাবে প্রকৃত কি কারণে আগুনের সূত্রপাত ঘটেছে। এছাড়া আগুনে পুড়ে যাওয়া মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। 

এসআই

Wordbridge School
Link copied!