• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দিনাজপুরের হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম


হিলি প্রতিনিধি মে ৫, ২০২৪, ০৪:০৩ পিএম
দিনাজপুরের হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম

হিলি: ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম। এক দিনের ব্যবধানে দাম কমেছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। এদিকে পেঁয়াজের দাম কমায় স্বস্তিতে সাধারণ ক্রেতারা।

হিলি বাজারের কয়েকজন পেঁয়াজ বিক্রেতা জানান, ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরে বাজারে কমেছে দেশি পেঁয়াজের দাম। দুই এক দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। যে পেঁয়াজ গতকালকে ৭০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছিল, আজকে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে। তবে কম দামে পেঁয়াজ বিক্রি করায় তাদের লোকশান হচ্ছে বলে অভিযোগ তাদের।

এদিকে পেঁয়াজের দাম কমায় স্বস্তিতে সাধারণ ক্রেতারা। তারা বলেন, ভারত থেকে যদি পেঁয়াজ আমদানি শুরু হয় তবে আরও কম দামে কিনতে পারবেন।

এমএস

Wordbridge School
Link copied!