• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

সুন্দরবনের একই এলাকায় ২৫ বার অগ্নিকাণ্ড, তদন্তে হচ্ছে কমিটি


খুলনা প্রতিনিধি মে ৬, ২০২৪, ১২:৪৫ পিএম
সুন্দরবনের একই এলাকায় ২৫ বার অগ্নিকাণ্ড, তদন্তে হচ্ছে কমিটি

খুলনা : সুন্দরবন পূর্ব বন বিভাগের আমুরবুনিয়া টহল ফাঁড়ি এলাকায় গত শনিবার আগুন লাগে। এ নিয়ে বিভিন্ন সময়ে সুন্দরবনের এই এলাকায় অন্তত ২৫ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এবার আগুনের কারণ জানতে ও ক্ষতি নিরূপণে সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হচ্ছে।

সোমবার (৬ মে) বন সংরক্ষণ কর্মকর্তাকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হবে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে আগুনের কারণ উদঘাটন করে তদন্ত প্রতিবেদন জমা দেবে এই কমিটি। গতকাল ৫ মে প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী পশ্চিম বন বিভাগ কার্যালয়ে রাত ১১টায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন,  সুন্দরবন পূর্ব বন বিভাগের আমুরবুনিয়া টহল ফাঁড়ি এলাকায় এর আগেও ২৫ বার আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রতিবার তদন্ত প্রতিবেদনে ওই জায়গায় পানির পাম্প ও পাইপ বসানোসহ বেশকিছু সুপারিশ আসে। গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল পাম্প ও পাইপ বসানো।  তাই সুপারিশের আলোকে পাম্প ও পাইপ বসানো হয়। যার করণে উপরি ভাগের আগুন সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এখন মাটির নিচের আগুন নেভাতে বিভিন্ন টিম কাজ করছে।

তিনি বলেন, ওই খাল শুকিয়ে গেছে। ভূমি রূপের পরিবর্তন হয়েছে। পাতা শুকিয়ে বড় স্তর তৈরি হয়েছে। যা তুষের মতো কাজ করেছে। ফলে মৌয়াল, আশপাশের লোকজনসহ নানা উৎস থেকে আগুন লাগার সাথেই তা ছড়িয়ে পড়ছে  এবং তীব্র হচ্ছে।

আমীর হোসাইন চৌধুরী বলেন, আগুন ৫ একর বন অঞ্চলে ক্ষতি হয়েছে।  তাৎক্ষণিক তিন সদস্যের কমিটি গঠন হয়। এছাড়া আগুনের সূত্রপাত ও ক্ষতি নিরূপণে আজ সোমবার বন সংরক্ষকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। কমিটি ১০ কার্যদিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেবে।

এমটিআই

Wordbridge School
Link copied!