• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত, আরেক এএসআই আহত


হিলি প্রতিনিধি মে ৯, ২০২৪, ০৭:৪৪ পিএম
সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত, আরেক এএসআই আহত

হিলি: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মমতাজ আলী নামের এক পুলিশের এএসআই নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আব্দুল জলিল নামে অপর এক এএসআই গুরুতর আহত হয়েছেন।

নিহত ও আহত পুলিশ সদস্য দিনাজপুর কোতয়ালি থানার পুলহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন। 

বৃহস্পতিবার (৯ মে) বিকাল সোয়া পাঁচটায় সদর উপজেলার নশিপুর স্কুল এন্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিকেল সোয়া পাঁচটায় একটি ঘটনার তদন্ত করতে মোটরসাইকেলে মমতাজ আলী ও আব্দুল জলিল দশমাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নশিপুর স্কুল এন্ড কলেজের সামনে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের পিষ্ট করে পালিয়ে যায়। দুর্ঘটনায় এএসআই মমতাজ আলী মারা যান। গুরুতর আহত এএসআই আব্দুল জলিলকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে। 

এমএস

Wordbridge School
Link copied!