• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দিনাজপুরে ট্যাংকলরীর চাপায় নৈশ্যপ্রহরীসহ নিহত ২


হিলি (দিনাজপুর) প্রতিনিধি মে ১১, ২০২৪, ১১:৩৮ এএম
দিনাজপুরে ট্যাংকলরীর চাপায় নৈশ্যপ্রহরীসহ নিহত ২

ছবি : প্রতিনিধি

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার কাউগাও এলাকায় ট্যাংকলরীর চাপায় এক নৈশ্যপ্রহরীসহ ২জন নিহত হয়েছে। 

শনিবার (১১ মে) ভোর সাড়ে ৫টায় এই দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর সোয়া ৫টায় ফুলবাড়ী দিনাজপুরগামী তেলবাহী ট্যাংকলরীটি কাউগাও এলাকায় আব্দুস সোবহানের চায়ের দোকানে উঠায় দেয়। এতে ঘটনাস্থলে বাজারের নৈশ্যপ্রহরী বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা আজাহার আলী ও দোকানের ক্রেতা হাটখোলা এলাকার বাসিন্দা রানা মারা যান।

পরে কোতয়ালী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরন। এই ঘটনায় ট্যাংকলরীর চালক কুষ্টিয়ার রাহিনী বটতলার বাসিন্দা রাজু খন্দকার ও হেলপার একই এলাকার সোহাগকে গ্রেফতার করা হয়েছে। 

এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি। 

এসআই

Wordbridge School
Link copied!