বরগুনা: বরগুনায় বিশ্ব মা দিবস ২০২৪ বরগুনায় পালিত হয়েছে। বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর মোঃ সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাস। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপ কুমার দাস, উপ পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরগুনা।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরগুনার সিনিয়র সাংবাদিক জাকির হোসেন মিরাজ, বীর মুক্তিযোদ্ধা আঃ রশীদ, বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব মৃধা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ প্রমুখ ।
এম/এসআই