• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পঞ্চগড়ে হাসপাতালে চত্বরে ধর্ষণ, গ্রেপ্তার ১ 


পঞ্চগড় প্রতিনিধি মে ১৪, ২০২৪, ০৭:৩৯ পিএম
পঞ্চগড়ে হাসপাতালে চত্বরে ধর্ষণ, গ্রেপ্তার ১ 

পঞ্চগড়: পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ধর্ষণের শিকার হয়েছেন এক মানসিক ভারসাম্যহীন নারী। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত মোজাম্মেল হক (৫৫) নামের একজনকে হাসপাতাল কর্তৃপক্ষ আটক করে পুলিশের হাতে তুলে দেয়। 

রোববার (১২ মে) বিকেলে হাসপাতালের স্বেচ্ছাসেবী খোকন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে মোজাম্মেল হক নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত মোজাম্মেল নীলফামারীর ডোমার উপজেলার দক্ষিণ আমবাড়ি এলাকার আবসার আলীর ছেলে বলে জানা যায়। 

পুলিশ জানান, ওই মানসিক ভারসাম্যহীন নারী তার পরিচয় বলতে পারছেন না। দুর্ঘটনায় তার পা ভেঙে গেলে তাকে হাসপাতালে ভর্তি করায় কিছু স্বেচ্ছাসেবী। প্রায় এক থেকে দেড় মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। কখনও হাসপাতালের বারান্দায় আবার কখনও হাসপাতাল চত্বরে দেখা যায় তাকে। 

শনিবার রাত ৩ টায় হাসপাতালের সামনের অ্যাম্বুলেন্স শেডের পাশে ওই নারী শুয়ে ঘুমাচ্ছিলেন। সুযোগ বুঝে মোজাম্মেল তাকে জোর করে ধর্ষণ করেন। পরে ওই নারীর চিৎকারে আশপাশে থাকা অ্যাম্বুলেন্স চালকরা এসে মোজাম্মেলকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ধর্ষণে অভিযুক্ত মোজাম্মেল গত ১০ মে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক তদন্ত রঞ্জু আহম্মেদ বলেন, একজন মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে আমরা মোজাম্মেল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। ওই নারীকে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এমএস

Wordbridge School
Link copied!