• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গহীন পাহাড়ে আরসার আস্তানায় র‌্যাবের অভিযান, গ্রেফতার ২


কক্সবাজার প্রতিনিধি মে ১৫, ২০২৪, ০৮:৪০ এএম
গহীন পাহাড়ে আরসার আস্তানায় র‌্যাবের অভিযান, গ্রেফতার ২

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার গহীন পাহাড়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এর আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করেছে র‍্যাব -১৫। এসময় আরসার দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১৬ মে) সকাল সাড়ে ৭টায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক ( আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।

তিনি জানান, গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করে আরসার দুই সন্ত্রাসী ও বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড শেল ও রকেট উদ্ধার করা হয়েছে। এবিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এমএস

Wordbridge School
Link copied!