• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধার কবর খুঁড়তে গিয়ে মিললো গ্রেনেড সাদৃশ বস্তু


মিরসরাই প্রতিনিধি (চট্টগ্রাম) মে ১৫, ২০২৪, ০৬:১৬ পিএম
বীর মুক্তিযোদ্ধার কবর খুঁড়তে গিয়ে মিললো গ্রেনেড সাদৃশ বস্তু

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে ইলিয়াস নামের এক বীর মুক্তিযোদ্ধার কবর খুঁড়তে গিয়ে মাটির নিচে গ্রেনেড সাদৃশ বস্তু পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ মে) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্য আজমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াসের কবর খুঁড়তে গিয়ে গ্রেনেড সাদৃশ বস্তু পাওয়া যায়। প্রথমে লোহা মনে করে একপাশে রেখে দেন শ্রমিকরা। পরে বস্তুটির ওপরের মাটি পরিষ্কার করলে গ্রেনেড আকৃতির মনে হয়েছে। আমরা কবরস্থানের পাশে এটি রেখে দিয়েছি।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শাহ আলম বলেন, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর ছোড়া গ্রেনেডটি কোনো কারণে হয়তোবা বিস্ফোরিত হয়নি। দীর্ঘ সময় মাটিচাপা থাকার কারণে ওপরের আবরণের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি থানায় জানানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। তারা প্রাথমিমভাবে সেটিকে বালিচাপা দিয়েছে। এটি ডিবি পুলিশ উদ্ধার করবে। মনে করা হচ্ছে এটি গ্রেনেড, তবে ডিবি পুলিশ উদ্ধার করলে পুরোপুরি জানা যাবে।

আইএ

Wordbridge School
Link copied!