কক্সবাজার: উখিয়া উপজেলা জালিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের দিঘীরবিল এলাকায় ১৯৯৭ সালে হযরত আয়েশা সিদ্দিকা(রা.) বালিকা দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।
সদ্য প্রকাশিত এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফলে ফেলের তালিকায় প্রথম হয়েছে জালিয়াপালং দিঘীরবিলস্থ হযরত আয়েশা সিদ্দিকা (রা.) বালিকা দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি ৬ জন শিক্ষক দ্বারা পরিচালিত। এবারের দাখিল পরীক্ষায় অংশ নিয়ে মোট ৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে একজন। ফেল করেছে ৫ জন।
স্থানীয়রা বলেন, `মাদ্রাসায় ৬ জন শিক্ষক থাকার পরেও সঠিকভাবে পাঠদান কার্যক্রম সম্পন্ন না করা ও নানা অব্যবস্থাপনায় দাখিল পরীক্ষার ফলাফলে এমন ভরাডুবি হয়েছে বলে জানান তারা। তারা বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষার্থীদের দায়ী করছে। তাছাড়া অভিভাবকদের আরও সচেতন হওয়ার অনুরোধ জানান।'
এবিষয়ে মাদ্রাসার সুপার ছৈয়দ নুর সাথে মুটোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আপনি আগে আমার সাথে একটু সরাসরি দেখা করেন। পরে আপনাকে সবকিছু বলব, প্রতিবেদক রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ফোনটি কেটে দেই তিনি।
এসআই