• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বরিশালে তিব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন


বরিশাল প্রতিনিধি  মে ১৬, ২০২৪, ০৩:০৮ পিএম
বরিশালে তিব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন

বরিশাল: বরিশালে তিব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এই মুহুর্তে বরিশালে চলছে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহ যা গত রাত থেকে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৯টায় ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করলেও বাতাসের আর্দ্রতা ৬৮ শতাংশ। এজন্য এ গরম অসহনীয় অবস্থায় রূপ নিয়েছে। আবহাওয়া অফিস দেয়া তথ্য মতে শিগগিরই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।  

জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষ বলছেন, এ গরমে শরীর যেন পুড়ে যাওয়ার মতো অবস্থায়।

সরকারি অফিসের এক কর্মচারী জানান, ‘একটু হাঁটলেই শরীর ভিজে চুপচুপ অবস্থা। বার বার গলা শুকিয়ে যাচ্ছে, পানি পান করেও যেন তৃষ্ণা মিটছে না।’

খেটে খাওয়া শ্রমিকরা বলছেন, ‘এমন দুর্বিষহ গরমে কাজে নামা দুষ্কর হয়ে পড়েছে। ফলে ছেদ পড়েছে কামাই রোজগারে। স্বাভাবিক দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজ করা সম্ভব, আজ হয়নি তার অর্ধেকও । আবার অনেকে তো প্রচণ্ড তাপদাহে কাজেই বের হতে চাচ্ছেন না।’ 

এমএস

Wordbridge School
Link copied!