• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

উখিয়া ও টেকনাফে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ 


কক্সবাজার প্রতিনিধি মে ১৬, ২০২৪, ০৬:০৭ পিএম
উখিয়া ও টেকনাফে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ 

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় গ্রেপ্তার করা হয়েছে নারীসহ ৫জন অস্ত্র কারবারিকে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকার মো: ছৈয়দের ছেলে মোস্তাক আহম্মদ (৩৭), তার স্ত্রী লতিফা আক্তার (৩৪), মহেশখালী উপজেলার বড় মহেশখালী এলাকার আনজু মিয়ার ছেলে রবিউল আলম (২৮), মাদারবনিয়া এলাকার মৃত নুর নবীর ছেলে আবুল কাশেম প্রকাশ মনিয়া (৩৮), মহেশখালী নতুনবাজার শুক্করিয়াপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৩৮)। 

আজ বিকাল ৩টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান, কক্সবাজার জেলা পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম। 

মো: মাহফুজুল ইসলাম জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের উখিয়ার জালিয়াপালংয়ের মাদারবনিয়া ও টেকনাফের শামলাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ১টি জি থ্রী রাইফেল, ২টি ওয়ান শুটারগান এলজি, ২৪টি  গুলির খোসা, ৯২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকৃত মোস্তাক ও রবিউলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি সহ ৬টির ওয়ারেন্ট ভুক্ত মামলা রয়েছে। তাদের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। 

এমএস

Wordbridge School
Link copied!