Menu
ছবি : প্রতিনিধি
দিনাজপুর: ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবীতে র্যালী করেছে ফিলিস্তিন সংহতি কমিটি।
শনিবার (১৮ মে) সকালে দিনাজপুর প্রেসকাবের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লিলি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফিলিস্তিন সংহতি কমিটির সমন্বয়ক এ্যাডঃ মেহেরুল ইসলাম, সদস্য শহীদুল ইসলাম শহীদুল্লাহ, রেজাউর রহমান রেজু, মোশাররফ হোসেন নান্নু, আখতার আজিজ, সুলতান কামাল উদ্দীন বাচ্চু, নুরুল মতিন সৈকত, রবিউল আওয়াল খোকা, এসএম মনিরুজ্জামান মনির, এ্যাডঃ লিয়াকত আলী ও কিবরিয়া হোসেন।
বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ফিলিস্তিনে গাজায় উপত্যাকায় নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে। সেখানে নারী ও শিশুদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। তাই অবিলম্বে এই গণহত্যা বন্ধ করা হোক।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT