• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

শ্যামনগরে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড শতাধিক ঘর


সাতক্ষীরা প্রতিনিধি মে ২০, ২০২৪, ০২:৩৮ পিএম
শ্যামনগরে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড শতাধিক ঘর

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে টর্নেডোর আঘাতে শতাধিক টিনশেড ও কাঁচা ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। 

রোববার (১৯ মে) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী, পূর্ব কৈখালি ও জয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় বেশ কিছু গাছ বিধ্বস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ পাঁচ নদীর মোহনার দিক থেকে প্রচণ্ড বেগে একটি টর্নেডো ধেয়ে আসে। একইসাথে ব্যাপক বৃষ্টিপাত হয় এ সময়। এরপর মুহূর্তের মধ্যে এলাকার শতাধিক টিনশেড ও কাঁচা ঘর লণ্ডভণ্ড হয়ে যায়। 

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে জানানো হয়েছে। ইতোমধ্যে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শ্যামনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ জানান, ক্ষয়-ক্ষতি নিরূপণের কাজ চলছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে দ্রুত ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

এমএস

Wordbridge School
Link copied!