• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ফরিদপুরে মায়ের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী


ফরিদপুর প্রতিনিধি মে ২১, ২০২৪, ০৪:১১ পিএম
ফরিদপুরে মায়ের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

ফরিদপুর: ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের ৩য় ধাপে  উপজেলা নির্বাচনের ৭ দিন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুল ইসলাম বাবুল। তিনি বলেছেন “ মায়ের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম”।

মঙ্গলবার (২১ মে) বেলা ১২টার দিকে প্রার্থী তার নিজ ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকের ভিডিও বার্তায় শহীদুল ইসলাম বাবুল বলেন, "প্রিয় সদরপুর উপজেলা বাসি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মাদ শহীদুল ইসলাম বাবুল, আমি এম পি মহদয়  উপর সম্মান রেখে আমার মায়ের নির্দেশ এ সদরপুর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাড়ালাম"।

আগামী ২৯ মে তৃতীয় ধাপে সদরপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুইজন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে কাজী শফিকুর রহমান মোটর সাইকেল প্রতীকে এবং শহীদুল ইসলাম বাবুল আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছিলেন। 

ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সনের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি আরো জানান, এমপি মহোদয় আমাকে আপন ভাইয়ের মত ভালবাসে। তার প্রতি শ্রদ্ধা রেখে মায়ের নির্দেশে প্রার্থীতা প্রত্যাহার করলাম। 

তিনি তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আগামীতে সবসময় আমি আপনাদের পাশে থাকব।

বাবুলের এই ঘোষণায় অপর চেয়ারম্যান পদপ্রার্থী কাজী শফিকুর রহমানের বিজয়ের পথ সুগম হয়ে যায়।
সকাল থেকেই সদরপুর উপজেলা জুড়ে বাবুলের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন লোকমুখে ছড়িয়ে পড়েছিল। বাবুলের ঘোষণার পরপরই কাজী শফিকুর রহমান সমর্থক শিবিরে আনন্দের বন্যা বয়ে যায়।

এ ঘটনায় বাবুলের কর্মী সমর্থকদের মধ্যে হতাশা বিরাজ করছে। ফরহাদ শেখ নামের বাবুলের এক সমর্থক ফেসবুক ভিডিওতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়।  তার মত অনেক সমর্থককে হতাশা ব্যক্ত করতে দেখা যায়।

এমএস

Wordbridge School
Link copied!