• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
লক্ষ্মীপুরে উপজেলা নির্বাচন 

এমপির ভগ্নিপতি ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলের জয় 


লক্ষ্মীপুর প্রতিনিধি  মে ২২, ২০২৪, ০১:৪৩ পিএম
এমপির ভগ্নিপতি ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলের জয় 

লক্ষ্মীপুর: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে লক্ষ্মীপুরে দুই উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রভিত্তিক গননাকৃত ফলাফলের ভিত্তিতে বেসরকারী ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে রায়পুর উপজেলায় আনারস প্রতীকে স্থানীয় এমপি নুর উদ্দিন চৌধুরী নয়নের ভগ্নিপতি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মামুনুর রশিদ এবং রামগঞ্জ উপজেলায় জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজ আরাফাত বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে রায়পুর উপজেলায় আনারস প্রতীকে মো. মামুনুর রশিদ ৩৬ হাজার ৫৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোটর সাইকেল প্রতিক নিয়ে উপজেলা আওয়ামীলীগের বহিষ্কৃত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টার ৩৩ হাজার ৮০৮ ভোট পেয়েছেন। 

রামগঞ্জে মো. ইমতিয়াজ আরাফাত আনারস প্রতিক নিয়ে ৪৪ হাজার ০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক দেওয়ান মো. বাচ্চু মোটর সাইকেল প্রতীক নিয়ে ২৬ হাজার ৬০৯ ভোট পেয়েছেন। 

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন রাতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনী কন্ট্রোলরূম থেকে জেলা রিটানিং কর্মকর্তা প্রিয়াংকা দত্ত বেসরকারিভাবে এই ঘোষণা দেন। 

ফলাফল ঘোষণার পরই দুই উপজেলাতেই বিজয়ী প্রার্থীর পক্ষে পৃথক আনন্দ মিছিল ও পথসভা করেন। রায়পুরে আনন্দ মিছিল শেষে পথসভায় বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ আসবের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলী সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। এসময় তিনি বিজয়ী প্রার্থী মামুনের পক্ষের নেতা-কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে অতিউৎসাহী কর্মকাণ্ডে লিপ্ত না হওয়ার আহবান জানান। একই সাথে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে নির্দেশ প্রদান করেন। 

এই দুই উপজেলার মধ্যে রায়পুরে ৭৯ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৮৬৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৫০২ এবং নারী ভোটার ১ লাখ ১৯ হাজার ৩৬৬ জন। রামগঞ্জে ১০২ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৬২৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৬১০ জন ও নারী ভোটার ১ লাখ ২৮ হাজার ১৮ জন। 

জেইউবি/এসআই

Wordbridge School
Link copied!