• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পুকুর পাড়ে খেলার সময় বজ্রপাতে শিশু নিহত


বরগুনা প্রতিনিধি  মে ২২, ২০২৪, ০৭:৫৬ পিএম
পুকুর পাড়ে খেলার সময় বজ্রপাতে শিশু নিহত

বরগুনা: বরগুনা পৌরসভার শিপেরখাল নামক এলাকায় বজ্রপাতে এক শিশু নিহত হয়েছে। শিশুটির নাম রিফাত (১২)। সে শিপেরখাল এলাকার মাহাবুব হোসেনের ছেলে। নিহত রিফাত ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

বুধবার (২২ মে) বিকাল পৌনে চারটার সময় এ ঘটনা ঘটে।   

নিহতের স্বজনরা জানান, রিফাত তার বাবা মায়ের সঙ্গে বাড়ির সামনে পুকুর পাড়ে খেলা করছিল। এসময় তার বাবা মা রোদ দেয়া ধান ঘরে তুলতে ছিল। হঠাৎ করে বজ্রপাতটি রিফাতের কাছাকাছি পড়ে। বজ্রপাতের বিকট শব্দে অজ্ঞান হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। রিফাতকে সেখান থেকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়। 

এ ব্যাপারে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, বিকালে বরগুনা থানা থেকে আড়াই কিলোমিটার দূরে শিপের খাল নামক স্থানে বজ্রপাতে রিফাত নামের এক শিশুর মৃত্যু হয়।

এমএস

Wordbridge School
Link copied!