নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার ২ নং কেশারপাড় ইউপির বীরকোট গ্রামে ১২ বছরের শিশু, ৩ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো.শাহজালাল (৪৮) নামে এক বখাটের বিরুদ্ধে সেনবাগ থানায় নারী ও শিশু নির্যাতর আইনে হয়েছে।
বুধবার (২২ মে) সেনবাগ থানায় নারী ও নির্যাতন দমন আইনে ধর্ষনের চেষ্টার মামলাটি দায়ের করেন নির্যাতিত শিশুর বাবা। সেনবাগ মামলা নং ৭ তারিখ ২২/০৫/২৪ ইং।
এর আগে, গত ৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামে এ ঘটনা ঘটেছে।
অভিযুক্ত শাহজালাল উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের চৌধুরী মেম্বারের বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শিশুটি রাত সাড়ে ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে মুখ চেপে ধরে বাড়ির পিছনে বাগানে নিয়ে যায়। এরপর পরনের জামা কাপড় খুলে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। মেয়েকে দেখতে না পেয়ে ভিকটিমের মা টর্চ লাইট নিয়ে খুঁজতে বের হলে অভিযুক্ত ব্যক্তি বিষয়টি আঁচ করতে পেরে কৌশলে পালিয়ে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন বলেন, ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তবে পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস