মানিকগঞ্জ: মানিকগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শ্রাবন মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারোশ্রী এলাকার আমতলিতে এ ঘটনাটি ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিল হোসেন।
নিহত শ্রাবন একই জেলার সিংগাইর উপজেলার বড় কালিয়াকৈর গ্রামের আব্দুল ওহাব আলির ছেলে।
পুলিশ ও স্থানিয়রা জানান, আমতলি এলাকায় জেনিথ কিন্ডারগার্টেন স্কুলের বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। স্থানিয়রা তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. হাবিল হোসেন বলেন, নিহত যুবকের মৃতদেহ উদ্ধার করে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএস