• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বগুড়ায় সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুইজনের মৃত্যু  


বগুড়া প্রতিনিধি মে ২৩, ২০২৪, ০৮:৪৫ পিএম
বগুড়ায় সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুইজনের মৃত্যু  

বগুড়া: বগুড়ার শাজাহানপুরে টয়লটের সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে বিমল বাঁশ ফোঁড় (৫০) ও লাঠিয়াল বাঁশফোড় (৪৫) নামে দুইজন পরিচ্ছন্ন কর্মী মৃত্যু হয়েছে।

তারা বগুড়া শহরের চকসুত্রাপুর সুইপার কলোনীর বাসিন্দা।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া পশ্চিম পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গোহাইল আগড়া পশ্চিম পাড়া গ্রামের সোহরাব হোসেনের বাড়িতে টয়লেটের সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে ওই দুইজন বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ট্যাংকের ভিতর আটকা পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

এমএস

Wordbridge School
Link copied!