• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সেনবাগে কিশোর গ্যাংয়ের হাতে কলেজছাত্র খুন : আরও এক আসামি গ্রেফতার


সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি  মে ২৫, ২০২৪, ১২:৪২ পিএম
সেনবাগে কিশোর গ্যাংয়ের হাতে কলেজছাত্র খুন : আরও এক আসামি গ্রেফতার

ফাইল ছবি

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে একদল কিশোর গ্যাং সদস্যের ছুরিকাঘাতে দাগনভূঁইয়া সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মাহিরুল ইসলাম প্রকাশ শাওন (১৭) হত্যা মামলায় আরিফ হোসেন (১৯) নামে আরো এক আসামীকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। 

শুক্রবার সন্ধ্যায় রাজধানী ঢাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় সেনবাগ থানা পুলিশের একটি বিশেষদল গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আরিফ সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের দালাল বাড়ির মোহাম্মদ বেলাল হোসেনের ছেলে।

আরিফকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মোঃ হেলাল উদ্দিন শনিবার (২৫ মে) দুপুরে নিশ্চিত করেন। এর আগে এ হত্যা মামলায় দিদার হোসেন প্রকাশ শামীম (১৯), নওশাত প্রকাশ নুসাদ (২০) ও আরাফাতকে (২১) নামে আরো তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের ব্যাপারে
পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আশা করা হচ্ছে- খুব শ্রীঘ্রই বাকী আসামিরা আাইনের আওতায় আসবে।

উল্লেখ্য- সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে গত ১৭ এপ্রিল রাতে বৈশাখী মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল কিশোর গ্যাং সদস্যের ছুরিকাঘাতে দাগনভূঁইয়া সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মাহিরুল ইসলাম শাওন (১৭) নিহত হয়। প্রধান আসামী সহ অন্যরা এখনো পলাতক রয়েছে।

এসআই

Wordbridge School
Link copied!