যশোর: যশোরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপার নিহত হয়েছেন। এসময় চালকও গুরুতর আহত হন। শনিবার (২৫ মে) ভোরে যশোর মাগুরা সড়কের বাঘারপাড়া উপজেলার সাদিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এখনো পর্যন্ত হতাহত কারও পরিচয় মেলেনি।
বাঘারপাড়া খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই অভিজিৎ সিংহ রায় জানান, ভোরে (যশোর-ট- ১১-৬০৫১) লোহার রড বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে গেলে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। অতিরিক্ত গতি থাকার কারণে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালক ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন চালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এস আই অভিজিৎ সিংহ রায় আরও জানান, এখনো হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এসআই