বরগুনা: সর্বনাশা ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরগুনায় একজন নিহত ও ৩৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আঃ রহিম বয়াতি (৫৫)। সে আয়লা পাতাকাটা ইউনিয়নের খুতি বয়াতির ছেলে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন জানান, গতকাল ঝড়ের সময় আঃ রহিম বয়াতি গাছের ডালে আঘাত প্রাপ্ত হয়। পরে তাকে স্বজনরা উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।
এব্যাপারে গণমাধ্যম ব্যক্তি অ্যাডভোকেট মজিবুল কিসলু জানান, গতকাল দুপুর ১টার সময় নিহত আঃ রহিমের ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ে। ঘরের ওপর থেকে গাছটি সড়াতে গেলে এসময় আরেকটি গাছ তার ওপর পড়ে এবং এতেই তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা বলেন, গতকাল আয়লা পাতাকাটা ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করতে না পারার কারণে খবরটা আজ সকালে আমাদের নিকট পৌঁছে। নিহতের ঘটনা সরকারের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এমএস