নরসিংদী: নরসিংদীতে মাহবুবুল হাছান নামে এক সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৮ মে) রাত ১২টার দিকে মেহেরপাড়ার ভগিরথপুর এলাকার শাহী ঈদগাহ সামনে এ ঘটনা ঘটে।
মাহবুবুল হাসান নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ভগিরথপুর চেয়ারম্যানের ব্যক্তিগত অফিস থেকে বাসায় ফিরছিলেন।
এ সময় পাপ্পু নামে এক সহযোগী চেয়ারম্যানের সঙ্গে ছিল। অফিস থেকে বের হয়ে ভগিরথপুর শাহী ঈদগা সামনে পৌঁছলে সন্ত্রাসীরা মাহবুবকে প্রথমে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এ সময় মাহাবুবের সহযোগী পাপ্পু গুলিবিদ্ধ হন।
আহত মাহাবুবকে নরসিংদী সদরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদীর ডিবি পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যানকে বাঁচাতে গিয়ে পাপ্পু গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
এমএস