• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ছুরি নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ, যুবক আটক


চট্টগ্রাম প্রতিনিধি  মে ২৯, ২০২৪, ১১:০৪ এএম
ছুরি নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ, যুবক আটক

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে ছুরি নিয়ে প্রবেশ করায় এক যুবককে আটক করেছে পুলিশ।  

বুধবার (২৯ মে) সকাল ৯টার দিকে উপজেলার চরণদ্বীপ রজভিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে রেজাউল নামের ওই যুবককে আটক করা হয়।

তিনি কধুরখীল ইউনিয়নের নুরুল আলমের ছেলে। ছুরিসহ যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন।

তিনি বলেন, এক যুবক কেন্দ্রের ভিতর ছুরিসহ প্রবেশ করে। তাকে হাতেনাতে ধরা হয়েছিল। ওই কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ঝামেলা হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।  

এমএস

Wordbridge School
Link copied!