• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ক্রাচে ভর দিয়ে ইশারায় ভোট দিলেন তুহিন


কুমিল্লা প্রতিনিধি মে ২৯, ২০২৪, ০১:৩১ পিএম
ক্রাচে ভর দিয়ে ইশারায় ভোট দিলেন তুহিন

কুমিল্লা: সকাল ১১ টা। এক সহযোগীর সাহায্যে ক্রাচে ভর করে ভোট কেন্দ্রের কক্ষে ঢুকছেন এক প্রতিবন্ধী। নাম তার মোঃ তুহিন উদ্দিন (২৫)। পরে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে ইশারায় দেখিয়ে দিলেন পছন্দের প্রার্থীদের নাম। সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিজেই ভোটারের নির্দেশনা অনুযায়ী ব্যালটে সিল মেরে দিলেন। 

বুধবার (২৯ মে) ষষ্ঠ উপজেলা নির্বাচনের ৩য় ধাপে কুমিল্লার বুড়িচং উপজেলার আগানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এভাবেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মোঃ তুহিন উদ্দিন। 

ভোট দেওয়ার পর তুহিনের সঙ্গে আসা তার চাচাত ভাই রবিউল আহসান বলেন, সে আগানগর এলাকার বাসিন্দা। জন্ম থেকেই সে প্রতিবন্ধী। তাই আমাকে সাথে করে নিয়ে ভোট দিতে এসেছে। 

এই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা  মুহাম্মদ পারভেজ হোসেন জানান, প্রতিবন্ধী তুহিন কথা বলতে পারেন না। তাই সে আমাকে তার পছন্দের প্রার্থীকে ইশারায় দেখিয়ে দিলেন। আর আমি সবার সামনেই সেখানে সিল মেরে ভোট দিয়ে দিয়েছি। 

প্রিজাইডিং কর্মকর্তা শ্যাম সুন্দর বণিক সুমন বলেন, এই কেন্দ্রে ভোটার রয়েছেন ২ হাজার ২ শত ২৪ জন। ভোটার উপস্থিতি মোটামুটি ভালো। সুষ্ঠু ও সুন্দর ভাবে ভোটগ্রহণ চলছে বলেও জানান তিনি। 

এমএস

Wordbridge School
Link copied!