• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ধর্মমন্ত্রীর আইফোন চুরি


নিউজ ডেস্ক মে ২৯, ২০২৪, ০৯:৪৯ পিএম
ধর্মমন্ত্রীর আইফোন চুরি

জামালপুর: ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের মোবাইল ফোন চুরি হয়েছে। আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের ফোনটি চুরির ঘটনায় ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইসমাইল হোসেন জামালপুর জেলার ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-১৩৮৫। 

ঘটনার মাস পেরিয়ে গেলেও ফোনের হদিস পায়নি পুলিশ।তবে ফোন উদ্ধারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কাজ করছে বলে জানা গেছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফোনটি চুরি হলেও হারানোর জিডি করেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী। 

ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর করা জিডিতে উল্লেখ করা হয়েছে, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান গত ৩০ এপ্রিল সকালে ইসলামপুর পৌরসভাধীন মোশাররফগঞ্জে একটি জানাজায় অংশগ্রহণ করেন। সেখানে তার পাঞ্জাবির পকেট থেকে মোবাইল ফোনটি সিমসহ পড়ে যায়। 

এ বিষয়ে ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার সাংবাদিকদের বলেন, আমাদের একাধিক টিম এটা নিয়ে কাজ করছে। এখন পর্যন্ত বড় কোনো সফলতা পায়নি। আশা করছি, দ্রুতই আমরা সফল হবো। 

সূত্র-যুগান্তর

আইএ

Wordbridge School
Link copied!