• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত


বগুড়া প্রতিনিধি জুন ১, ২০২৪, ১১:১৬ এএম
বগুড়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

ফাইল ছবি

বগুড়া: বগুড়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক দুমড়ে-মুচড়ে চালক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মে) রাত সোয়া ৮ টার দিকে জেলার শিবগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের চৌকিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাহ্পুর বটতলা এলাকার আলিম উদ্দিনের ছেলে মো. মজনু মিয়া (৩৫)। এসব তথ্য নিশ্চিত করেছেন, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আশিক ইকবাল। 

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, রাত ৮ টার দিকে চৌকিরঘাট এলাকায় একটি ট্রাক দ্রুতগতিতে এসে ধাক্কা দেয় ইজিবাইকটিকে। ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় ইজিবাইকটি। এতে করে ঘটনাস্থলেই নিহত হয় ইজিবাইক চালক মজনু। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করে। এঘটনায় ট্রাককে আটক করা সম্ভব হয়নি।

এসআই

Wordbridge School
Link copied!