• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নড়াইলে দুর্বৃত্তের হাতে যুবক খুন


নড়াইল প্রতিনিধি জুন ১, ২০২৪, ১১:৪৭ এএম
নড়াইলে দুর্বৃত্তের হাতে যুবক খুন

ছবি : প্রতিনিধি

নড়াইল: নড়াইলের কালিয়ায় আনিস শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৮ দিকে কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের চরকান্দিপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে৷

নিহত আনিস শেখে বাড়ি কলাবাড়িয়া গ্রামের মোশাররফ শেখের ছেলে এবং কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য সোহেল শেখের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কলাবাড়িয়া গ্রামের চরকান্দিপাড়ায় টুকু মোল্যার ইট ভাটার পাশে আনিস শেখকে কুপিয়ে মারাত্মক জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এসআই

Wordbridge School
Link copied!