নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক সংগঠন নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংগঠনের ৪র্থ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, শিক্ষাঙ্গনে চারাগাছ রোপন ও ৪শ’ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ বিতরণ করা হয়েছে।
রোবাবর (২ জুন) দুপুরে উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র সংগঠনের প্রধান উপদেষ্ঠা ছানাউল্যাহ মান্নান সানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল। আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল আল আমিন, কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সংগঠনের উপদেষ্ঠা আব্দুস সালাম, মো. শাহেল মাহমুদ, সাংবাদিক রিয়াজ হোসেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল এর প্রধান শিক্ষক সোহেল রানা, পূর্বাচল আদর্শ সেবা সংস্থার সাধারণ সম্পাদক রাশেদ ফকির, সংগঠনের সভাপতি ইফতেখার ভূইয়া রিদ্বীন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আবিদ, সংগঠনের সদস্য মাহাবুব আলম সাহেদ, মিনহাজুর রহমান হীরা, মাহমুদুল হাসান, তামিম মোবাশ্বির, শাকিল খান, মহিউদ্দিন রিয়েল, জায়েদ খান, বরকতউল্লাহ অপু, শুভ নাজিম, রূপম চক্রবর্তী সহ অনেকে।
এসময় প্রধান অতিথি কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৪'শ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি চারাগাছ বিতরণ করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন।
আইএ