• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কুমিল্লা বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ


কুমিল্লা প্রতিনিধি জুন ৩, ২০২৪, ১১:১৯ এএম
কুমিল্লা বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

ছবি : প্রতিনিধি

কুমিল্লা: কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২ জুন) দিবাগত রাত সোয়া ১১টার দিকে কুমিল্লা টাওয়ার হসপিটালের সামনে কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এসময় অন্তর নামে এক যুবক গুলিবিদ্ধ এবং সবুজ নামে এক ছাত্রদল কর্মীর মাথা ফেটে যায়। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত দুজন আবু গ্রুপের সমর্থক বলে জানা গেছে।

এদিকে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে উপস্থিত কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানিয়েছেন- আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় কারা আহত হয়েছেন এবং ঘটনার সূত্রপাতের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

এসআই

Wordbridge School
Link copied!