• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় শিশু নিহত


নিজস্ব প্রতিবেদক জুন ৩, ২০২৪, ০৪:২১ পিএম
চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় শিশু নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুরে ইটভাটার মাটিভর্তি  ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সামিউল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (৩ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সামিউল ইসলাম উপজেলার হারদি ইউনিয়নের কেশবপুর গ্রামের মাঠপাড়ার আইনাল হকের ছেলে।

আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, শিশু সামিউল খেলছিল। এসময় মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই শিশু সামিউল ইসলাম নিহত হয়। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আইএ

Wordbridge School
Link copied!