• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

হেলিকপ্টারে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন দুর্যোগ প্রতিমন্ত্রী


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি জুন ৫, ২০২৪, ০২:৪৯ পিএম
হেলিকপ্টারে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন দুর্যোগ প্রতিমন্ত্রী

ঢাকা: সাধারণ ভোটারদের মতো লাইনে দাড়িয়ে কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে স্ত্রী ও ছোট বোনকে নিয়ে ভোট দিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

বুধবার (৫ জুন) সকাল ১১ টায় উপজেলার ৫৭ নং ধুলাশার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি সাধারণ ভোটারদের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এর আগে হেলিকপ্টারে চড়ে নিজ এলাকায় ভোট দিতে আসেন ওই প্রতিমন্ত্রী। 

ভোট শেষে দুর্যোগ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ঘূর্ণিঝড় রেমালে কলাপাড়া এবং রাঙ্গাবালী উপজেলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরও সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

তিনি বলেন, আশাকরছি আমার এই দুটি উপজেলায় সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হবে। সময় স্বল্পতার কারণে আমার হেলিকপ্টারে চড়ে এলাকায় ভোট দিতে আসা।

কলাপাড়া ও রাঙ্গাবালী এ দুই উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৩৩৮ জন। দুই উপজেলার ১১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ৫ পুলিশ সদস্য ও ১৭ আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। 

মাঠে ২৮ জন ম্যাজিস্ট্রেট, চারটি র‌্যাবের, সাতটি বিজিবির ও ৮টি কোস্টগার্ডর টিম মোতায়ান করা হয়েছে। এ ছাড়া পুলিশের মোবাইল টিম, স্টাইকিং ফোর্স মাঠে কাজ করছে।

ভোটে কলাপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর রাঙ্গাবালী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আইএ

Wordbridge School
Link copied!