• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে দু‌টি উপজেলা পরিষদ নির্বাচনের বিজয়ী হলেন যাঁরা


সিরাজগঞ্জ প্রতিনিধি ‌ জুন ৬, ২০২৪, ১১:২৩ এএম
সিরাজগঞ্জে দু‌টি উপজেলা পরিষদ নির্বাচনের বিজয়ী হলেন যাঁরা

ছবি : প্রতিনিধি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে রায়গঞ্জ ও কামারখন্দ দু‌টি উপজেলা পরিষদ নির্বাচনে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শেষ হয় ভোট গ্রহণ। এই প্রথম বার উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রায়গঞ্জে বেসরকারি ফলাফলে ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান পদে ৭০ হাজার ৮৪২ ভোটে (ঘোড়া) প্রতীকের প্রার্থী গোলাম হোসেন শুভন সরকার বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইমরুল হোসেন তালুকদার ইমন (দোয়াত কলম) প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৮০৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ৩২ হাজার ৭৮০ ভোটে (উড়োজাহাজ) প্রতীকের প্রার্থী জাহিদুল ইসলাম মাইকেল বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রউফ সরকার (তালা) প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬১৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫ হাজার ৭৯৮ ভোটে (বৈদ্যুতিক পাখা) প্রতীকের প্রার্থী পরি খাতুন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিনা হক লুৎফা (ফুটবল) প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৭৩৯ ভোট।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬১ হাজার ৮ শত ৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৬ শত ৮৯ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২৯ হাজার ১ শত ৫১ জন।

অপ‌র দি‌কে কামারখন্দে বেসরকারি ফলাফলে ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান পদে ১৭২৮৬ ভোটে (আনারস) প্রতীকের প্রার্থী আব্দুল মতিন চৌধুরী বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সেলিম রেজা (দোয়াত কলম) প্রতীকে পেয়েছেন ১০৮০১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ১৭১৪০ ভোটে (টিউবওয়েল ) প্রতীকের প্রার্থী আনিসুর রহমান ভূইয়া বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সেলিম রেজা (চশমা) প্রতীকে পেয়েছেন ১৫৯৫৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬০১৭ ভোটে (ফুটবল) প্রতীকের প্রার্থী উম্মে নূর পিয়ারা বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাহমিনা ওয়াজেদ (হাঁস) প্রতীকে পেয়েছেন ১৫১২৪ ভোট।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কামারখন্দ উপজেলায় ৪টি ইউনিয়ন মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ৭ শত ৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬১ হাজার ৯ শত ২০ জন এবং মহিলা ভোটার ৫৯ হাজার ৮ শত ৪১ জন।

এসআই

Wordbridge School
Link copied!