Menu
জয়পুরহাট: জয়পুরহাটে পাওনা টাকার জেরে চাচিকে কুপিয়ে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নুর ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান টিটু জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর পূর্বপাড়া এলাকার আবু সুফিয়ানের আকন্দের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, আসামি রাকিবুল হাসান টিটুর কাছ থেকে চাচি মাসুমা বেগম সুদের ২ হাজার টাকা পেতেন। টিটু সেই ২ হাজার টাকা ফেরত দিলেও সুদের আরও ১ হাজার টাকা নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ হতো। এরই জেরে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সকালে মাসুমা বেগম বাড়ির আঙিনায় কাপড় শুকানোর জন্য দড়ি টানতে গেলে আসামি টিটু তাকে হাসুয়া দিয়ে মাথা, চোয়ালসহ বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাসুমাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মেয়ে বিউটি বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিনের সাক্ষ্য প্রমাণে আদালত আজ এ রায় দেন।
এমএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT