• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাংলাদেশে আবারও পালিয়ে এলো ২৮ মিয়ানমার বিজিপি


কক্সবাজার প্রতিনিধি জুন ১১, ২০২৪, ০৮:৫১ পিএম
বাংলাদেশে আবারও পালিয়ে এলো ২৮ মিয়ানমার বিজিপি

কক্সবাজার: মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে মিয়ানমার থেকে পালিয়ে আবারো ২৮ জন সীমান্তরক্ষী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছে।

মঙ্গলবার (১১জুন) টেকনাফের সাবরাং সীমান্ত পয়েন্ট দিয়ে একটি কাঠের বোট নিয়ে তারা অনুপ্রবেশ করে বাংলাদেশ সীমান্তে।

বিশ্বস্ত সূত্র দাবী করেছে, আত্মসমর্পণকারীদের ১৬টির মতো অস্ত্র ছিল। তাদের নিরস্ত্র করে  হেফাজতে নিয়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

এর আগে রবিবার  ১৩৪ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপি ও সেনা সদস্যদের হস্তান করে বাংলাদেশ। যারা সেদেশে চলমান সংঘর্ষে বিদ্রোহী গোষ্ঠির হামলার মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়।

এমএস

Wordbridge School
Link copied!