বরিশাল: বরিশাল নগরীর কাউনিয়ায় এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে জবাই করে হত্যার পর বাবার আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (১২ জুন) সকালে কাউনিয়া পানির ট্যাংকের পূর্ব পাশে স্বপ্ন বিলাস ভবনের চারতলায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন-উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (৩৫) ও তার ৫ বছর চার মাস বয়সী মেয়ে রাবেয়া বশরী রোজা।
পরিবারের বরাত দিয়ে কাউনিয়া থানার এসআই আরাফাত হাসান বলেন, চারমাস আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় নাঈমের। গত রাতে ফোন করে স্ত্রী জানিয়েছে সকালে মেয়েকে নিয়ে যাবে।
তাই বটি দিয়ে মেয়েকে জবাই করেন তিনি। পরে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। সামনের রুমে বোন থাকলেও তারা বিষয়টি টের পাননি।
এবিষয়ে কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার সরওয়ার হোসেন জানান, গত কয়েক বছর ধরে এই পরিবারে দাম্পত্য কলহ চলছিলো তাই প্রাথমিক ধারনা করা হচ্ছে বাবা তার মেয়েকে হত্যা করে পরে নিজে আত্মহত্যা করেছে। তদন্ত চলমান রয়েছে, দোষী যেই হোক তার প্রতি আইন-আনুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
এসআই