• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

৯ দিন ছুটির কবলে দর্শনা রেলবন্দর


চুয়াডাঙ্গা প্রতিনিধি জুন ১৩, ২০২৪, ০৬:০৮ পিএম
৯ দিন ছুটির কবলে দর্শনা রেলবন্দর

চুয়াডাঙ্গা: মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মিয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বৃহস্পতিবার (১৩ জুন) থেকে ২১ জুন শুক্রবার পর্যন্ত চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর সাধারন ছুটির কবলে থাকবে বলে জানিয়েছেন কতৃপক্ষ। 

ত‌বে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধা‌রি যাত্রীদের বাংলাদেশ-ভারত যাতায়াত সাভাবিক থাকবে।

বৃহস্পতিবার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুর হক জানান, বাংলাদেশ রেল ভবনের নির্দেশানুযায়ী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল সরকারী ও বেসরকারী ব্যাংক ছুটিতে থাকবে, এ কারনে ১৩ জুন বৃহস্পতিবার থেকে ১৯ জুন বুধবার ৭দিন ভারত থেকে রেলপথে দর্শনা বন্দরে কোন মালামাল আমদানি করা হবেনা। এবং ১৩ জুন বৃহস্পতিবার থেকে আগামী ২১ জুন শুক্রবার ৯ দিন দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে মাধ্যমে চলাচল করা ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস চলাচল করবে না।

তবে দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ আতিকুর রহমান জানান, রেল বন্দ‌রের কার্যক্রম বন্ধ থাক‌লেও দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধা‌রি যাত্রীরা  বাংলাদেশ-ভারত যাতায়াত সাভাবিক থাকবে, এখানে কোন ছুটি থাকবেনা।

এমএস
 

Wordbridge School
Link copied!