• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সাপের কামড়ে লিচু ব্যবসায়ীর মৃত্যু


রাজশাহী প্রতিনিধি:    জুন ১৫, ২০২৪, ০৬:১৮ পিএম
সাপের কামড়ে লিচু ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহী: রাজশাহীর পবার হরিয়ান এলাকায় সাপের কামড়ে মো. সানাউল্লাহ নামে এক লিচু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত সানাউল্লাহ পবা উপজেলার হরিয়ান এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।

মৃতের স্বজনরা জানান, সানাউল্লাহ সকালে নিজের লিচু বাগানেই কাজ করছিলেন। এ সময় একটি সাপ তাকে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান সেখানে নেওয়ার আগে পথেই সানাউল্লাহর মৃত্যু হয়েছে।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান সাংবাদিকদের জানান, সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন। তবে কেউ এখন পর্যন্ত থানায় আসেননি। তার পরিবারের সদস্যরা থানায় এলে একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হবে।

আইএ

Wordbridge School
Link copied!