• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ কিশোর


কক্সবাজার প্রতিনিধি: জুন ১৮, ২০২৪, ০১:২০ পিএম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ কিশোর

কক্সবাজার: কক্সবাজারের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ তারেক (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।

সোমবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে কলাতলী পয়েন্টে বন্ধুদের সাথে গোসল করতে নেমেছিল তারেক। কিন্তু অন্যান্য বন্ধুরা ফিরে এলেও সে আর ফেরেনি। সন্ধ্যা সাতটা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

কক্সবাজার পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, “লাইফগার্ড ও বীচ কর্মীরা তারেককে খুঁজতে কাজ করে যাচ্ছেন। তার পরিবারকেও খবর বিষয়টি অবগত করে হয়েছে।”

তারেকের বাড়ি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার এলাকায়। সে মোহাম্মদ জয়নালের ছেলে। ঈদের ছুটিতে ৬ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে এসেছিল।

তারেকের বন্ধুর বরাতে বীচকর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান বলেন, “দুপুর একটার দিকে তারা গোসলে নামে। দেড়টার দিকে ৫ বন্ধু উঠে এলেও তারেক উঠেনি। এরপর থেকেই তাকে খোঁজা শুরু হয়।”

ঈদের দিন হওয়ায় সৈকতে স্থানীয় ও পর্যটকের কিছুটা ভিড় থাকলেও ছিলেন না লাইফগার্ড কর্মীরা।

আইএ

Wordbridge School
Link copied!