• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রেম নিয়ে দ্বন্দ্বে পুরুষাঙ্গ হারানো দুই বন্ধুর একজনের মৃত্যু


গাইবান্ধা প্রতিনিধি জুন ২০, ২০২৪, ১০:২৯ এএম
প্রেম নিয়ে দ্বন্দ্বে পুরুষাঙ্গ হারানো দুই বন্ধুর একজনের মৃত্যু

ফাইল ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটায় প্রেম নিয়ে দ্বন্দ্বে একই দিনে দুই বন্ধুর পুরুষাঙ্গ হারানো বেলাল হোসেন মারা গেছে। বুধবার (১৯ জুন) সন্ধ্যা ৭টায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে উপজেলার কামালের পাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বেলালের সঙ্গে সিরাজুলের দীর্ঘদিন ধরে বন্ধুত্ব চলে আসছিল। এরই সূত্র ধরে বেলালের খালাতো বোনের সঙ্গে সিরাজুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্ক বেলাল জানতে পেরে গোপনে ক্ষুব্ধ হয়ে উঠেন। এরই একপর্যায়ে সিরাজুলকে ঈদের দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে আনেন বেলাল। তারপর ঘরে নিয়ে সিরাজুলের লিঙ্গ ব্লেড দিয়ে কেটে দেয়। এ অবস্থায় গুরুতর আহত সিরাজুল ইসলামকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিরাজুলকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বন্ধু সিরাজুলের অবস্থা আশঙ্কাজনক শুনে বেলাল ও তার পরিবারের লোকজন সটকে পড়ে।

এরপর বিকেলের দিকে কামালের পাড়া ইউনিয়নের মাটেলের বিল নামক স্থানে গলা, পেটে ও লিঙ্গ কাটা যখম অবস্থায় বেলালকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে স্থানীয় লোক বেলালকে রক্তাক্ত অবস্থায় সাঘাটা হাসপাতালে ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বেলালকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়ায় স্থানান্তর করেন। পরে বুধবার (১৯ জুন) সন্ধ্যায় বেলাল হোসেন বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ব্যাপারে সাঘাটা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হকের সঙ্গে কথা বললে তিনি জানান, ঘটনাটির মূল রহস্য খুঁজে বের করতে আমরা তদন্ত অব্যাহত রেখিছি। আশা করি শিগগিরই আসল রহস্য উম্মোচন হবে।

এসআই

Wordbridge School
Link copied!