• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু


মৌলভীবাজার প্রতিনিধি জুন ২০, ২০২৪, ০৭:৩৪ পিএম
বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মৌলভীবাজার: বন্যার পানিতে ডুবে মৌলভীবাজার সদর উপজেলায় দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- পশ্চিম শ্যামেরকোনা গ্রামের পচন মিয়ার ছেলে ছাদি মিয়া (৮) ও একই গ্রামের জমির মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৭)।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আকতার উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে পানিতে খেলতে নেমে সাঁতার না জানার কারণে দুজনই ডুবে যায়। প্রতিবেশীরা তাদের ডুবতে দেখে পানি থেকে তুলে যার যার বাড়ি নিয়ে যায়। তিনি খবর পেয়ে দ্রুত শিশু দুটির বাড়ি গিয়ে তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠান। চিকিৎসক পরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।

ধলাই নদীর বাঁধ ভেঙে শ্যামেরকোনা গ্রামসহ আশেপাশের গ্রামের রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে ডুবে গেছে। সেই বন্যার পানিতে শিশু দুটির মৃত্যু হয় বলে জানান ইউপি চেয়ারম্যান।

আইএ

Wordbridge School
Link copied!